আজ ১৭ ই জুন, ২০২৫ নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ দিন। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে একজন রোগীর Vaginal Hysterectomy অপারেশন করা হয়, যা নওগাঁ জেলায় উপজেলা পর্যায়ে প্রথম।রোগী দীর্ঘদিন ধরে 3rd Degree Uterine Prolapse with Cystocele নিয়ে ভুগতেছিলেন। অপারেশন করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) মোছা: মঞ্জিলা খাতুন এবং অজ্ঞানকারী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন জুনিয়র কনসালটেন্ট(এনাস্থেশিয়া) ডা. মো: তারিকুল ইসলাম। অপারেশন সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র স্টাফ নার্স মোছা: সালমা খাতুন ও নিপা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রনব কুমার সাহা। উল্লেখ্য আজকে Vaginal Hysterectomy অপারেশন ছাড়াও একটি সিজারিয়ান সেকশন অপারেশন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ফয়সল নাহিদ পবিত্র এর দিক নির্দেশনায় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের অপারেশন হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস